Consonant (ব্যঞ্জনবর্ণ) — সংক্ষিপ্ত ব্যাখ্যা
যে বর্ণগুলোর উচ্চারণ করতে গিয়ে মুখের ভেতরে বাতাস বাধার সম্মুখীন হয়—যেমন জিহ্বা, ঠোঁট, দাঁত বা তালু স্পর্শ করে—সেগুলোকে Consonant বা ব্যঞ্জনবর্ণ বলা হয়।
ইংরেজি ২৬ টি বর্ণের মধ্যে:
যে সকল বর্ণ Vowel (A, E, I, O, U) বাদে বাকি বর্ণগুলো—তাহলেই সেগুলো Consonant। Consonant বর্ণগুলো উচ্চারণে প্রায়শই একটি Vowel-এর সাহায্য নেয়।
উদাহরণ: ‘M’ উচ্চারণ করতে আমাদের আগে ‘E’ (বা অন্য কোনো স্বরবর্ণ) রেখে মুখের অবস্থান তৈরি করতে হয় — তাই উচ্চারণটিকে বোঝাতে বলা হয়েছে: M = E + M
Consonant বর্ণ (২১ টি)
B
C
D
F
G
H
J
K
L
M
N
P
Q
R
S
T
V
W
X
Y
Z
Comments