প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যাদের আবেদন করতে মানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে। যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বুধবার (৫ অক্টোবর) বিজ্ঞপ্তিটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে ছয়টি বিভাগের ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকাগুলোয় প্রকাশ করা হবে। এদিকে বিজ্ঞপ্তিতে আবেদন করতে দেওয়া হয়েছে ২০টি শর্ত। এর মধ্যে ১৪ নম্বর পয়েন্টে বলা হয়েছে, ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই। এ ছাড়া বিবাহিত নারী প্রার্থীদের আবেদনে তাদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে বলা হয়েছে। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন, তার প্রার্থিতা সেই উপজেলা/ শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা / শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা / শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবে...